লুইজ় গ্লিক: মার্কিন নারীশক্তির বিজয় কেতন


News Desk
লুইজ় গ্লিক: মার্কিন নারীশক্তির বিজয় কেতন
  • Font increase
  • Font Decrease

মার্কিন যুক্তরাষ্ট্রের খানদানি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইয়েল বিশ্ববিদ্যালয় সর্বাগ্রে এগিয়ে এসেছে করোনা প্রকটিত ২০২০ সালে সাহিত্যে নোবেল বিজয়ী লুইজ় গ্লিক'কে নিয়ে সবিস্তারে কথা বলার জন্য। আনুষ্ঠানিকভাবে তাকে ও তার গীতল কবিতাকে উপস্থাপনের সঙ্গত কারণ এই যে, তিনি বহুপঠিত হতে চাননি। কয়েকজন মাত্র পাঠকের মধ্যেই থাকতে চেয়েছেন তিনি।

তথ্যপ্রবাহ ও মিডিয়া প্রাবল্যজনিত বৈশ্বিক ব্যবস্থায় অতীব আশ্চর্যজনক দৃষ্টান্ত তিনি। মার্কিনমুলুকের মতো দ্রুতলয় সমাজেও তিনি থাকতে চান আড়ালে। নোবেল পুরস্কার পাওয়ার পর তার দিকে সবার নজর যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি তো গোড়া থেকেই নিভৃতচারী। অতএব তাকে বিশদে জানানোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইয়েল বিশ্ববিদ্যালয়ের আয়োজন সেই বাস্তবতারই বহিঃপ্রকাশ। উপরন্তু তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একজন ফ্যাকাল্টির কৃতিত্বের সুবাদে নিজেদের আত্মপ্রসাদ ছাড়বে কেন!