সামাজিক অবক্ষয়: আয়নার নিজের চেহারা দেখুন


News Desk
সামাজিক অবক্ষয়: আয়নার নিজের চেহারা দেখুন
  • Font increase
  • Font Decrease

যত্ন বা প্রতিরোধ না করা হলে ক্ষয় বা অবক্ষয় হবেই। এটাই প্রাকৃতিক নিয়ম। এই সত্য কথাটি শরীর, স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন ঠিক, তেমনই সঠিক প্রকৃতি ও সমাজের ক্ষেত্রেও। উদাহরণ দেওয়া যায় দাঁতের। যত্ন, পরিচর্যা বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে না তুললে দাঁতের ক্ষয় হবেই। পাহাড়ে বা নদীতেও প্রতিরোধমূলক ব্যবস্থা, যেমন বৃক্ষ রোপণ ইত্যাদি না করা হলে ভূমিক্ষয়, ভাঙন হবেই। সমাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

সমাজে কেন অবক্ষয়ের ফলে এত অপরাধ, অন্যায় বেড়ে চলেছে, সে বিষয়ে প্রত্যেককে গভীর চিন্তা করার সময় এসেছে। সবার আগে দরকার নিজের সচেতনতা। সমাজের সদস্য হিসেবে অবক্ষয়ের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করা সর্বাগ্রে জরুরি। অন্যকে দোষারোপের আগে আয়নায় নিজের চেহারা দেখা দরকার।

অবক্ষয় প্রসঙ্গে প্রথমেই মনে রাখা দরকার, শুধুমাত্র শিক্ষা নয়, দরকার নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করা, নিজেকে সৎ ভাবে গড়ে তোলা ও অন্তরে নীচু মানসিকতার পরিবর্তন করে উন্নত মানসিকতা পোষণ করা।  

আর বদঅভ্যাস পরিত্যাগ করাও দরকার। যার মধ্যে হিংসা, হিংস্রতা, পরশ্রীকাতরতা, পরচর্চা অন্যতম। এসব বদঅভ্যাস যতদিন না আমরা বদলাবো, ততদিন সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে না। অন্যের পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ের পেছনে মাথা ঘামানোর কুঅভ্যাস যতদিন না বদলাবে ততদিন সামাজিক অবক্ষয় রোধ করা অসম্ভব। 

আমি প্রবাসে বসবাস করি বলে দেশের সঙ্গে বিদেশের তুলনায় এসব বিষয় উত্থাপন করছি, যেগুলো বিদেশের সমাজে একেবারেই নেই। অন্যের বিষয়ে নাক গলানোর সময় ও রুচি তাদের নেই। তারা ব্যস্ত নিজের কল্যাণে, সমাজ ও প্রকৃতির কল্যাণে। যদিও মুষ্টিমেয় প্রবাসী বাঙালির মধ্যে প্রায়শই নানা সঙ্কীর্ণতা ও সীমাবদ্ধতা এবং দলাদলি দেখা যায়।

অভিজ্ঞতায় দেখেছি, নিজের সন্তান, পরিবার কি করছে, কোথায় যাচ্ছে সে বিষয়ে কোনো কোনো বাঙালি পরিবার যতটা না সচেতন তার চেয়ে অনেক বেশী সচেতন তার প্রতিবেশী, পরিচিত জন, আত্মীয়-স্বজন বা অন্যের ব্যাপারে। দেশেও এমন কুঅভ্যাস অনেকের মধ্যেই রয়েছে। এসব অবক্ষয়ের নামান্তর।

কাউকে কাউকে এমনও দেখেছি, নিজের ঘরে আইবুড়ো মেয়ে আছে তার ভবিষ্যৎ নিয়ে যতটা ভাবনা থাকা উচিত তার চেয়ে বেশী ভাবনা প্রতিবেশী বা আত্মীয়ের মেয়ের বয়স নিয়ে।আবার নিজের ছেলে বখাটেদের সাথে মেলামেশা করে বিপথগামী হচ্ছে সে বিষয়ে দৃষ্টি না দিয়ে অপরের সন্তান কি করছে সে বিষয়ে বেশী মনোযোগী হয়ে পড়াটা বাঙালি পরিবারের কুঅভ্যাসে পরিণত হয়ে গেছে। এমনকি, নিজেরা প্রত্যেকে দু চারটে কঠিন অসুখে ভুগলেও অপরের অসুস্থতা ও ভালমন্দ নিয়ে ঘাটাঘাটি করতে বাঙালিরা খুব বেশী অভ্যস্ত।

আশ্চর্যের কথা হলো এটাই য়য়ে, নিজেকে একদিন মৃত্যুবরণ করতে হবে, নিজের যেকোনো সময় ভয়ানক অসুস্থতা আসতে পারে, তা ভুলে অপরের দুঃসংবাদে উল্লাসিত হওয়া এবং অপরের ভাল সংবাদে দুঃখী হওয়া চরম নীচু মানসিকতার পরিচয় বহন করতেও অনেকে পিছপা হয় না। । দুঃখের বিষয়, এই জাতীয় মনোভাব পোষনকারীর সংখ্যা সমাজে অনেক। অবক্ষয়ের উৎপত্তি সমাজের এই শ্রেণির মানুষদের দ্বারাই প্রথমে সূচিত হয়। 

আরও পরিতাপের বিষয় এই জাতীয় মূর্খ ব্যক্তিগণ নিজেদের অতি চালাক এবং জ্ঞানী ভাবে আর সমাজের বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিদের বোকা ভাবতে শুরু করে। নিজের কুকীর্তিগুলো দাপটের সাথে চালিয়ে যেতে পছন্দ করে আর অন্যের ভালো